16 C
আবহাওয়া
৯:৩৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » বাংলাদেশ সফরে আসছে আফগান ক্রিকেট দল

বাংলাদেশ সফরে আসছে আফগান ক্রিকেট দল

বাংলাদেশ সফরে আসছে আফগান ক্রিকেট দল

বিএনএ ক্রীড়া ডেস্ক: ২০২২ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান ক্রিকেট দল। সফরে স্বাগতিকদের বিপক্ষে  তিনটি ওয়ানডে ও দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা। ওয়ানডে সিরিজটি আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অংশ।

২০২৩ সালের নভেম্বর পর্যন্ত দ্বিপক্ষীয় সিরিজের সূচি  প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। তবে  কোনও সিরিজেরই তারিখ চূড়ান্ত করেনি তারা। এমনকি বাংলাদেশের বিপক্ষে সিরিজেরও দিনক্ষণ জানায়নি এসিবি।

আগামি ২০ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের পরিকল্পনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ধারণা করা হচ্ছে, বিপিএল শেষ হওয়ার পর ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে লড়বেন মাহমুদউল্লাহরা।

সবশেষ ২০১৯ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ সফর করে আফগান ক্রিকেট দল। সফরে একটি টেস্ট এবং ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলেন রশিদ-নবীরা। একমাত্র টেস্টে তাদের কাছে হেরে যায় টাইগাররা। এরপর জিম্বাবুয়েসহ ত্রিদেশীয় সিরিজে অংশ নেন আফগানরা। যেখানে বাংলাদেশ-আফগানিস্তান যৌথভাবে চ্যাম্পিয়ন হয়।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ