18 C
আবহাওয়া
৫:৫৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » বগুড়ায় প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, ৫ শ্রমিকের মৃত্যু

বগুড়ায় প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, ৫ শ্রমিকের মৃত্যু

বগুড়ায় প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, ৫ শ্রমিকের মৃত্যু

বিএনএ বগুড়া: বগুড়ার আদমদিঘী উপজেলার সান্তাহারে একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে। এতে পাঁচ শ্রমিক নিহত হয়েছেন বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সান্তাহার এলাকায় বিআইআরএস নামের কারখানাটিতে আগুন লাগে। কারখানটির মালিক সান্তাহার পৌরসভার মেয়র তফাজ্জল হোসেন ভুট্টু।

সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আদমদিঘী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন। তবে  নিহত শ্রমিকদের নাম পরিচয় জানা যায়নি।

নওগাঁ ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা শফিউল ইসলাম বলেন,ইতোমধ্যে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের দেহ পুড়ে গেছে। অগ্নিকাণ্ড ভয়াবহ ছিল। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে অনুমান করছেন তিনি।

আদমদীঘি উপজেলা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ কর্মকর্তা রুহুল আমীন জানান, আগুন নিয়ন্ত্রণে আনার পর এখন উদ্ধার অভিযান চলছে। কারখানাটিতে প্লাস্টিক থেকে ওয়ানটাইম গ্লাস-প্লেট উৎপাদন করা হতো। কারখানার যন্ত্রপাতি ছাড়াও উৎপাদন কাজে ব্যবহৃত কাঁচামাল সবই পুড়ে গেছে।

স্থানীয়রা জানিয়েছেন, হঠাৎ করেই কারখানাটিতে আগুন লাগে। এর কিছুক্ষণের মধ্যেই সব জায়গায় আগুন ছড়িয়ে পড়ে। কারখানাটিতে শতাধিক শ্রমিক কাজ করতেন বলে জানান তারা।

এ বিষয়ে বিআইআরএস প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের মালিক সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেনের  কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ