19 C
আবহাওয়া
৯:২১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ‘এইচএসসি’ পরীক্ষা শুরু ১৭ ডিসেম্বর

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ‘এইচএসসি’ পরীক্ষা শুরু ১৭ ডিসেম্বর

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের 'এইচএসসি' পরীক্ষা শুরু ১৭ ডিসেম্বর

বিএনএ, গাজীপুর : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন এইচএসসি পরীক্ষা-২০২১ আগামী শুক্রবার (১৭ ডিসেম্বর) থেকে শুরু হবে। সারা দেশের জেলা- উপজেলা পর্যায়ে ৩২৬টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ড. মেজবাহ উদ্দিন তুহিন।

তিনি জানান, প্রথম ও দ্বিতীয় বর্ষ মিলে মোট ১ লাখ ৩৬ হাজার ৯৬২ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবেন। এর মধ্যে পুরুষ পরীক্ষার্থী ৮১ হাজার ৮৯৬ এবং নারী পরীক্ষার্থী ৫৫ হাজার ৬৬ জন। তিনি আরও বলেন, সপ্তাহের শুক্র ও শনিবার এই দুইদিন সকাল ও বিকেলে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৮ জানুয়ারি পরীক্ষা শেষ হবে।

এছাড়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত মাস্টার অব ডিজঅ্যাবিলিটি ম্যানেজমেন্ট অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্রোগামের ২১২ টার্ম প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার (২০২১ ব্যাচের) পরীক্ষা ১৭ ডিসেম্বর শুরু হবে। সপ্তাহের শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা চলবে। ১ জানুয়ারি পরীক্ষা শেষ হবে।

বিএনএনিউজ২৪.কম/রুকন /এনএএম

Loading


শিরোনাম বিএনএ