বিএনএ, বিশ্বডেস্ক : লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের স্থল অভিযানে সীমান্তের কাছে যুদ্ধে ছয় ইসরাইলি সৈন্য নিহত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) এ ঘটনা ঘটে।
জেরুজালেম থেকে এএফপি জানায়, সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, দক্ষিণ লেবাননে যুদ্ধের সময় সৈন্যরা নিহত হয়। তাদের মৃত্যুতে ইসরায়েল লেবাননে ৩০ সেপ্টেম্বর স্থল বাহিনী প্রেরনের পর হিজবুল্লাহর সাথে যুদ্ধে এ পর্যন্ত ৪৭ ইসরাইলি সৈন্য নিহত হয়েছে।
ইসরায়েলি নতুন প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে কোনো শিথিলতা আনা হবে না বলে জানানোর পর সেনাবাহিনীর স্থল বাহিনী প্রেরণের ঘোষণা আসে।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক ‘ভগ্ন হৃদয়’ ইমোজি দিয়ে সৈন্য নিহত হওয়া পদাতিক ইউনিট ‘গোলানি ব্রিগেডের প্রতীক ‘হলুদ পটভূমিতে সবুজ জলপাই গাছের’ ছবি সম্বলিত একটি ছবি শেয়ার করেছেন।
২৩ সেপ্টেম্বর থেকে, ইসরাইল লেবাননে প্রধানত দক্ষিণ বৈরুতের এবং দেশের পূর্ব ও দক্ষিণে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি লক্ষ্য করে তার হামলার অভিযান জোরদার করে এবং পরে ৩০সেপ্টেম্বর স্থল সেনা পাঠায়। এর আগে প্রায় এক বছর ধরে হিজবুল্লাহ ও ইরাইলের মধ্যে আন্তঃসীমান্ত গুলি বিনিময় চলে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বুধবার ভোরে বৈরুতের দক্ষিণে হিজবুল্লাহর এক ঐতিহ্যবাহী শক্ত ঘাঁটির বাইরে একটি ঘনবসতিপূর্ণ এলাকা আরামাউনে, ইসরায়েলি হামলায় আটজন নিহত হয়েছে।
বুধবার রাতে বৈরুতের দক্ষিণ শহরতলীতে গোলাগুলির শব্দ শোনা যায়। এএফপি ফুটেজে একটি এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। এলাকাটি থেকে ইসরায়েলের লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়া হয়েছিল। লেবাননের রাষ্ট্রীয় মিডিয়ার প্রতিবেদনে ২৪ ঘণ্টার মধ্যে হিজবুল্লাহর ঘাঁটিতে ইসরায়েলের একের পর এক হামলার খবর জানানোর পরে আঘাতটি আসে।
ইরান-সমর্থিত হিজবুল্লাহ বুধবার বলেছে তারা তেল আবিবের বাণিজ্যিক কেন্দ্রে ইসরাইলি সেনাবাহিনীর সদর দফতরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা লেবানন থেকে ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করা পাঁচটি ক্ষেপণাস্ত্রের কয়েকটিকে বাধা দিয়েছে।
হিজবুল্লাহ মধ্যরাতের ঠিক আগে ইসরায়েলের শত্রু সেনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দায়ও স্বীকার করেছে।
গত সপ্তাহে নিয়োগের পর ইসরায়েলে প্রতিরক্ষা মন্ত্রী কাটজ সীমান্তে তার প্রথম সফরে, ‘কোনও যুদ্ধবিরতি হবে না’ উল্লেখ করে বলেন, আমরা প্যাডেল থেকে আমাদের পা সরিয়ে নেব না এবং এমন কোনও ব্যবস্থা করতে দেব না যাতে আমাদের যুদ্ধের লক্ষ্যগুলো অর্জন ব্যহত হয়।
বিএনএনিউজ/এইচ.এম।