বিএনএ ডেস্ক : প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে বৈঠক করেছেন। বৃহস্পতিবার কপ-২৯ জলবায়ু সম্মেলনের ফাঁকে তারা এ বৈঠক করেন।
বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন
কপ-২৯ জলবায়ু সম্মেলন আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত হচ্ছে। এর আগে এবারের জলবায়ু সম্মেলনে যোগ দিতে গত ১১ নভেম্বর আজারবাইজানের বাকুতে রাষ্ট্রীয় সফর যান প্রধান উপদেষ্টা।
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ বাকুতে নিজেদের দাবি-দাওয়া এবং জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ যে ক্ষতির সম্মুখীন হচ্ছে—সেসব বিষয় তিনি বিশ্ববাসীর কাছে তুলে ধরেছেন।
প্রসঙ্গত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর এটি তাঁর দ্বিতীয় সফর। নিউইয়র্কে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দেয়া ছিল তাঁর প্রথম সফর।
বিএনএ/ ওজি