26 C
আবহাওয়া
১১:০১ অপরাহ্ণ - নভেম্বর ১৪, ২০২৪
Bnanews24.com
Home » গাজায় ইসরায়েলি হামলায় এক মাসে ২০ ত্রাণকর্মী নিহত

গাজায় ইসরায়েলি হামলায় এক মাসে ২০ ত্রাণকর্মী নিহত


বিএনএ ডেস্ক : গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ২০ ত্রাণকর্মীর মৃত্যু হয়েছে।  গত ১০ অক্টোবর থেকে ১৩ নভেম্বরের মধ্যে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে ।  আলজাজিরার লাইভ প্রতিবেদনে এ খবর জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘এসব ত্রাণকর্মী তাদের বাড়িতে, বাস্তুচ্যুতশিবিরে এবং জীবন রক্ষাকারী সহায়তা প্রদান করার সময় নিহত হয়েছিলেন।অনেক ত্রাণকর্মী পরিবারের সদস্য এবং আত্মীয়দের হারিয়েছেন।’

এর মধ্যে অক্সফামের সঙ্গে কাজ করা চারজন প্রকৌশলী এবং আরো বেশ কয়েকজন কর্মীও নিহত হয়েছেন। তারা গত ১৯ অক্টোবর খান ইউনিসের পূর্বে অবস্থিত খুজাতে পানির অবকাঠামো মেরামত করতে যাওয়ার সময় নিহত হন। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর সঙ্গে সমন্বয় থাকা সত্ত্বেও স্পষ্টভাবে চিহ্নিত করে তাদের গাড়িতে হামলা চালানো হয়েছে।

গত বছরের অক্টোবরে ইসরায়েল তাদের যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ৩০০ জনেরও বেশি ত্রাণকর্মী নিহত হয়েছেন। এটি বিশ্বে কোনো একক সংঘাতে রেকর্ড করা সর্বোচ্চ সংখ্যা।

বিএনএ/ ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ