24 C
আবহাওয়া
১:৫১ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ: ব্রাজিলের গোল বন্যা

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ: ব্রাজিলের গোল বন্যা

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ: ৯ গোল দিল ব্রাজিল

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে(FIFA U-17 WORLD CUP INDONESIA 2023) গ্রুপ পর্বের ম্যাচে গোল উৎসব করেছে ব্রাজিল(Brazil-New Caledonia)। মঙ্গলবার(১৪ নভেম্বর) ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় সি-গ্রুপের এই ম্যাচের শুরু থেকে শেষ, একের পর এক গোলে নিউ ক্যালেডোনিয়ার গোল কিপারকে নাস্তানাবুদ করেছে সেলেসাওরা।

বিশ্বকাপ আসরের শুরুতে প্রথম ম্যাচে ইরানের কাছে ৩-২ গোলে হেরে যায় ব্রাজিলের জোয়ানরা। আসরে টিকে থাকতে তাই এ ম্যাচে জয়ের বিকল্প ছিল না।

The FIFA U-17 World Cup 2023
The FIFA U-17 World Cup 2023

৮১টি শট নেয়া ব্রাজিল প্রথম সাফল্যের দেখা পায় ম্যাচের ২৮তম মিনিটে। কর্নার থেকে এস্তেভাও উইলিয়ানের ক্রস ডি-বক্স থেকে হেডে জালে জড়ান রায়ান।

৮৬ মিনিটে ও যোগ করা সময়ের  চতুর্থ মিনিটে দুটি করে নিজের হ্যাটট্রিক তুলে নেন ইলিয়াস। তাতে আসরে সর্বোচ্চ গোল স্কোরারের তালিকায় যৌথভাবে শীর্ষে উঠে যান তিনি। অন্যদিকে ৯-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে দল।
হ্যাট্রিক করেছেন কাওয়া ইলিয়াস
হ্যাট্রিক করেছেন কাওয়া ইলিয়াস
 
ব্রাজিল ‍যুবাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ, ইংল্যান্ডের বিপক্ষে আগামী ১৭ নভেম্বর। ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে আপাতত টেবিলের তিনে অবস্থান তাদের। পরের রাউন্ডে যেতে তাই ইংলিশদের বিপক্ষেও আধিপত্য দেখাতে হবে ইলিয়াস, ভিক্টরদের।
সি গ্রুপের অন্যদলগুলো হল ইংল্যান্ড, নিউ ক্যালেডোনিয়া, ইরান।
দিনের অপর খেলায় সেনেগাল ৪-১গোলে পোল্যান্ডকে, ইংল্যান্ড ২-১গোলে ইরানকে এবং আর্জেন্টিনা ৩-১গোলে জাপানকে হারিয়েছে।
 

 

Loading


শিরোনাম বিএনএ