25 C
আবহাওয়া
৩:৪৬ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » রাবিতে সন্ধ্যার পর খেলা বন্ধের নির্দেশ

রাবিতে সন্ধ্যার পর খেলা বন্ধের নির্দেশ


বিএনএ, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন সংলগ্ন উন্মুক্ত জায়গাগুলোতে ব্যাডমিন্টনসহ অন্যান্য খেলা বন্ধের নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, “এতদ্বারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা সমুন্নত রাখতে এবং বৈদ্যুতিক দুর্ঘটনা ও শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড রোধকল্পে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে একাডেমিক ভবনসমূহের সামনে এবং বিভিন্ন উন্মুক্ত স্থানে সন্ধ্যার পরে ব্যাডমিন্টনসহ অন্যান্য খেলা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।”

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই নির্দেশনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন শিক্ষার্থীরা।

ক্ষোভ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমতাজুল ইসলাম বলেন, “দোকান গুলোতে যে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিতেছে। সে বিষয়ে প্রশাসনের কি অবস্থা? কিছুদিন আগে গণমাধ্যমে এসেছে, অবৈধ ভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে ব্যাটারি চালিত রিকশায়। প্রশাসনের কেউ কেউ নাকি জড়িত ছিল তখন। প্রশাসনের কোন পদক্ষেপ নিতে দেখলাম না। জুবেরি ভবনেই ব্যাডমিন্টন মাঠ করা হয় প্রতি বছর। এ বিষয়ে প্রশাসনের কি অবস্থান?”

বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী ফারিয়া ইয়াসমিন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, “প্রতিবছর খেলাধুলার ফি ৫০ টাকা নিয়ে সবধরনের খেলাধুলা নিষিদ্ধ সন্ধ্যার পর। অথোরিটি থেকে তো কোনো ধরনের এগ্রিমেন্ট করে নাই এসব নিয়ে। ছাত্রছাত্রীরা নিজেদের উদ্যোগ নিয়ে কিছু করলে সেটাও সহ্য হয় না অথোরিটির।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, আমরা বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের হলগুলোর প্রাধ্যক্ষদের সাথে কথা বলেছি। সেখানে হলের পাশে দুই বা তিনটি কোর্ট হল থেকেই কেটে দেওয়া হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামের পাশেও শিক্ষার্থীদের জন্য ব্যাডমিন্টন খেলার ব্যবস্থা থাকছে। তবে একাডেমিক ভবন সংলগ্ন জায়গাগুলোতে না খেলার বিষয়ে আমরা নির্দেশনা দিয়েছি।”

বিএনএ/ সাকিব, এমএফ

Loading


শিরোনাম বিএনএ