বিএনএ,সাভার: দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার সাংবাদিক মাসুম রানার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রধান আসামিসহ ২জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৪ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার ইসলামপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এর আগে, শনিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে দশটার দিকে ধামরাইয়ে মৎস্য খামার নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন সাংবাদিকরা। এ সময় গাড়ি ভাংচুর করে গাড়ির ভেতরে থাকা নগদ ১ লাখ টাকা, একটি ল্যাপটপ ও একটি ক্যামেরা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। উপজেলার কুশুরা ইউনিয়নের পাড়াগ্রাম এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার কুশুরা ইউনিয়নের পাড়াগ্রাম এলাকার মৃত সিরাজ উদ্দিনের ছেলে ফারুক ও মৃত কাবেল উদ্দিন বেপারীর ছেলে মজিবর।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নিউটন মৃধা বলেন- ভুক্তভোগী সাংবাদিক মাসুম রানার অভিযোগ দায়েরের পর অভিযান শুরু করা হয়। এরপর ধামরাই উপজেলার ইসলামপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন- সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। প্রধান হামলাকারী সহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্যদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
বিএনএ/ ইমরান খান, ওজি