17 C
আবহাওয়া
৯:০৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » T20 World Cup 2021 : অস্ট্রেলিয়া বিশ্ব চ্যাম্পিয়ন

T20 World Cup 2021 : অস্ট্রেলিয়া বিশ্ব চ্যাম্পিয়ন

শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারালো অস্ট্রেলিয়া

বিএনএনিউজ,স্পোর্টস ডেস্ক:  দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে  টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের ফাইনালে অস্ট্রেলিয়া ৮ উইকেটে নিউজিল্যান্ডকে হারিয়েছে।

রোববার(১৪নভেম্বর)রাতে ফাইনাল ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। অর্থাৎ আগে ব্যাট করে নিউজিল্যান্ড ২০ওভারে ১৭২রান সংগ্রহ করে। জবাবে খেলতে নেমে ৭ বল বাকি থাকতে অস্ট্রেলিয়া জয়ের বন্দরে পৌঁছে যায়। প্রথমবারের মতো টি২০ বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া।

৪ বাউন্ডারি ও ৩ ছক্বায় ৩৮ বলে ৫৩ রানের ঝড়ো ইনিংস খেলেন ওয়ার্নার।

ফিঞ্চ ৭বলে ৫ রান

মার্শ ৫০বলে ৭৭রান

ম্যা্ক্সওয়েল ১৮বলে ২৮রান

অতিরিক্ত রান ১০

হাসি খুশিতে  ১৮.৫ ওভার খেলে ২ উইকেটের বিনিময়ে অস্ট্রেলিয়া ১৭৩রান সংগ্রহ করেছে।

ফলাফল: ৭বল খেলা বাকি থাকতে অষ্ট্রেলিয়া ৮উইকেটে জয়ী।

TOTAL (18.5 Ov, RR: 9.18) 173/2

রোড টু ফাইনাল : অস্ট্রেলিয়া – নিউজিল্যান্ড

অস্ট্রেলিয়া

সুপার টুয়েলভ ম্যাচ-১ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ উইকেটে জয়
সুপার টুয়েলভ ম্যাচ-২ : শ্রীলঙ্কার বিপক্ষে ৭ উইকেটে জয়
সুপার টুয়েলভ ম্যাচ-৩ : ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে হার
সুপার টুয়েলভ ম্যাচ-৪ : বাংলাদেশের বিপক্ষে ৮ উইকেটে জয়
সুপার টুয়েলভ ম্যাচ-৫ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটে জয়

সেমি-ফাইনাল : পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেটে জয়

নিউজিল্যান্ড

সুপার টুয়েলভ ম্যাচ-১ : পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেটে হার
সুপার টুয়েলভ ম্যাচ-২ : ভারতের বিপক্ষে ৮ উইকেটে জয়
সুপার টুয়েলভ ম্যাচ-৩ : স্টকল্যান্ডের বিপক্ষে ১৬ রানের জয়
সুপার টুয়েলভ ম্যাচ-৪ : নামিবিয়ার বিপক্ষে ৫২ রানে জয়
সুপার টুয়েলভ ম্যাচ-৫ : আফগানিস্তানের বিপক্ষে ৮ উইকেটে জয়

সেমি-ফাইনাল : ইংল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটে জয়

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, প্যাট কামিনস, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, ড্যারেল মিচেল, কেইন উইলিয়ামসন, টিম সেইফার্ট, গ্লেন ফিলিপস, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি ও ট্রেন্ট বোল্ট।

বিএনএ/এমএম, ওজি,জিএন

Loading


শিরোনাম বিএনএ