25 C
আবহাওয়া
৬:৪৯ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » ঢাকা আসবেন ভারতের রাষ্ট্রপতি

ঢাকা আসবেন ভারতের রাষ্ট্রপতি

ঢাকা আসবেন ভারতের রাষ্ট্রপতি

বিএনএ ঢাকা: আগামি ১৬ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশের সুবর্ণজয়ন্তী। ইতিহাসের এই সন্ধিক্ষণ উপলক্ষে আমন্ত্রিত অতিথি হিসেবে ঢাকায় আসবেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ১৬ ডিসেম্বর ঢাকায় বিজয় দিবসের বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

রোববার (১৪ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) ২১তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের পূর্ব প্রস্তুতি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সে সময় পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ১৬ ডিসেম্বর স্বাধীনতার সুর্বণজয়ন্তী অনুষ্ঠানে অংশ নেবেন ভারতের রাষ্ট্রপতি। এ বিষয়ে ভারত থেকে নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি ভুটানের সাবেক রাজাকেও দাওয়াত দেয়া হয়। কিন্তু ভুটানের পক্ষ  থেকে তার সফর সম্পর্কে এখনও নিশ্চিত করা হয়নি বলে জানান এ কে আব্দুল মোমেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, ভারতের রাষ্ট্রপতির বাংলাদেশ সফর তিন দিনের। ১৫ ডিসেম্বর তার ঢাকায় আসার কথা রয়েছে। ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন। পরদিন দেশে ফিরে যাবেন তিনি।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ