18 C
আবহাওয়া
২:২৫ অপরাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত পালাতক আসামি আওয়ামী লীগ নেতা বশির আহমদকে গ্রেপ্তার করেছে র‌্যপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)। শনিবার (১৩ নভেম্বর) রাতে বারদোনা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার। শনিবার রাত আড়াইটার দিকে বশির আহমদকে র‌্যাব পুলিশের কাছে হস্তান্তর করেন বলে জানান তিনি।

বশির আহমদ সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। সোনাকানিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন হত্যা মামলা ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি তিনি।

গত ১৩ ডিসেম্বর চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ কে এম মোজাম্মেল হকের আদালত ২১ বছর আগে সংঘটিত আলোচিত চেয়ারম্যান আমজাদ হোসেন হত্যা মামলায় ১০ জনকে মৃত্যুদণ্ড এবং ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন।ঃ

বিএনএ/ এমএফ

Loading


শিরোনাম বিএনএ