28 C
আবহাওয়া
৫:৫৭ পূর্বাহ্ণ - এপ্রিল ২১, ২০২৫
Bnanews24.com
Home » কাজাখস্তানের জালে গোল উৎসব ফ্রান্সের

কাজাখস্তানের জালে গোল উৎসব ফ্রান্সের

কাজাখস্তানের জালে গোল উৎসব ফ্রান্সের

বিএনএ,স্পোর্টসডেস্ক : বিশ্বকাপ বাচাইয়ে গ্রুপ “ডি”  ইউরোপ অঞ্চলের ম্যাচে কাজাখস্তানকে ৮-০ গোলে হারিয়েছে ফ্রান্স। শনিবার(১৩ নভেম্বর) রাতে প্যারিসের লে পার্ক দেস প্রিন্সেসে খেলাটি অনুষ্ঠিত হয়েছে।

প্রথমার্ধে হ্যাটট্রিক পূরণ করে কিলিয়ান এমবাপে।দ্বিতীয়ার্ধের কারিম বেনজেমার জোড়া,অঁতোয়ান গ্রিজমান ও আদ্রিওঁ রাবিও একটি করে গোল,ম্যাচের শেষের দিকে নিজের চতুর্থ গোলটি করেন এমবাপে।

ম্যাচের ষষ্ঠ মিনিটে ফিফা র‍্যাঙ্কিংয়ের ১২৫তম  দলটির জালে বল জড়িয়ে এগিয়ে যায় তিন নম্বরে থাকা ফ্রান্স। থিও এরনঁদেজের কাট ব্যঅক থেকে বল পেয়ে কাজাখস্তানের জালে বল জড়ান কিলিয়ান এমবাপে।এর ছয় মিনিট পর আবারও গোল করে স্বাগতিকদের লিড দ্বিগুন করে পিএসজি এই তারকা।

কিলিয়ান এমবাপে
কিলিয়ান এমবাপে

ম্যাচের ৩২ তম মিনিটে গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করে এই এমবাপে। কোমানের ক্রসে ডি-বক্সে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারের মাঝে লাফিয়ে হেডে গোলটি করেন ফরাসি এই স্ট্রাইকার। এটি তার জাতীয় দলের হয়ে প্রথম হ্যাটট্রিক।

দ্বিতীয়ার্ধের শুরুর ৫৫ ও ৫৯ মিনিটের মাথায় কারিম বেনজেমা জোড়া গোল করে ৫-০ গোলে ব্যবধানে এগিয়ে যায় দিদিয়ে দেশমের দলকে।

৭৫তম মিনিটে গোলের দেখা পান রাবিও। গিজমানের কর্নারে জোরালো হেডে গোলটি করেন ইউভেন্তুসের এই মিডফিল্ডার।

স্পট কিক থেকে গোল করে ৮৪ মিনিটে স্কোরলাইন ৭-০ করেন গ্রিজমান । এর তিন মিনিট পর নিজের চতুর্থ গোলের দেখা পান কিলিয়ান এমবাপে।

৭ খেলায় ৪ জয় ও ৩ ড্রতে ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপ “ডি” এর প্রথম স্থানে ফ্রান্স।সমান ম্যাচে ৩ জয়,২ ড্র ও ২ হারে ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ফিনল্যান্ড।

বিএনএ/এমএম

Loading


শিরোনাম বিএনএ