28 C
আবহাওয়া
৯:২৪ অপরাহ্ণ - নভেম্বর ২, ২০২৪
Bnanews24.com
Home » টি টোয়ন্টি বিশ্বকাপের ফাইনাল আজ

টি টোয়ন্টি বিশ্বকাপের ফাইনাল আজ

টি টোয়ন্টি বিশ্বকাপের ফাইনাল আজ

বিএনএ ক্রীড়া ডেস্ক:  এবার টি-টোয়েন্টিতে নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব। শিরোপা লড়াইয়ে আজ মুখোমুখী হবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় রোববার (১৪ নভেম্বর) রাত ৮টায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

১৬ দল ও ৪৫ ম্যাচের টুর্নামেন্ট এখন এসে দাঁড়িয়েছে ১ ম্যাচ ও ২ দলে। ফাইনালের সেই মহারণ শেষে ছোট ফরম্যাটে ক্রিকেট বিশ্বের নতুন রাজাকে পরিচয় করিয়ে দেবে দুবাই। সেই রাজত্বে অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া নাকি কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড বসবে, ২২ গজে তার ফয়সালা হবে। তবে, তাসমান সাগরের এপার ওপার যেন মিলেছে এক মোহনায়। ক্রিকেট কতটা সুন্দর হতে পারে, রোমাঞ্চকর দুই সেমিফাইনাল জিতে দেখিয়ে দিয়েছে তারা!

আইসিসি’র সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন বলেন, ফাইনালটা মূলত দুই প্রতিবেশির লড়াই। দুর্দান্ত একটা ফাইনালের অপেক্ষায় আছেন তারা। যা হয়নি আগে সেটাই করে দেখানোর সুযোগ আসেনি। পুরো আসরে ভালো খেলার ফসলটা ঘরে তুলতে চান বলে জানান তিনি।

ফাইনালের আগে ডেভন কনওয়ের ছিটকে যাওয়া নিঃসন্দেহে নিউজিল্যান্ডের জন্য এক বড় ধাক্কা। তবে ড্যারিল মিচেল- জিমি নিশামরা প্রতিপক্ষের চিত্রনাট্য বদলাতে পারেন একাই। সেইসঙ্গে কিউইদের সিংহাসনে বসিয়ে দিতে পারে বোল্ট-ইশ সোধির বোলিং জাদু।

অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেছেন, দুইটি যোগ্য দলই ফাইনালে এসেছে। স্মিথের রানে না থাকা সমস্যা হবে না, কেননা পুরো আসরে দল হিসেবে খেলেছেন বলে জানান তিনি।

এখনও পর্যন্ত বিশ্বকাপের শিরোপার দেখা পায়নি নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া।সিরিজে বাড়তি রোমাঞ্চ ছড়াবে নিউজিল্যান্ড। কেননা কোনো ফরম্যাটেই এখন পর্যন্ত বিশ্বকাপের স্বাদ পায়নি কিউইরা। তবে, প্রথমবার আয়োজিত আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যম্পিয়ন হয়েছিল কিউইরা।

এদিকে, মাইটি অজিদের বড় মঞ্চে শিরোপা জেতার অভিজ্ঞতা রয়েছে। ওয়ানডে বিশ্বকাপের শিরোপা পেলেও টি-টোয়েন্টির শিরোপা এখনও অধরা। শিরোপা নিয়ে বাড়ি ফিরতে মুখিয়ে আছে অ্যারন ফিঞ্চের দল।

দুবাইয়ে রান তাড়া করে জয়ের পরিসংখ্যানই বেশি ভারি। তাই শিশির ভেজা সন্ধ্যায় টস ভিজিয়ে দিতে পারে প্রতিপক্ষের চোখ।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ