17 C
আবহাওয়া
১১:১৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » ভারতে বন্দুকযুদ্ধে ২৬ মাওবাদী নিহত

ভারতে বন্দুকযুদ্ধে ২৬ মাওবাদী নিহত


বিএনএ, বিশ্বডেস্ক:ভারতের মহারাষ্ট্রে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নারীসহ অন্তত ২৬ মাওবাদী নিহত হয়েছেন। বন্দুকযুদ্ধে চার পুলিশ সদস্যও গুরুতর আহত হয়েছেন।শনিবার(১৩ নভেম্বর) সকালে কয়েক ঘণ্টাব্যাপী এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

এনডিটিভি খবরে বলা হয়, ছত্তিশগড় সীমান্ত থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে মারদিনতোলার জঙ্গলে অবস্থান নিয়েছিল মাওবাদীরা অবস্থান করছিল।। এদিকে তাদের দমনে বিশেষভাবে প্রশিক্ষিত সি-৬০ ইউনিটের জওয়ানরা এলাকায় টহল দিচ্ছিল। সেই সময় আচমকা জঙ্গলের ভেতর থেকে জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় মাওবাদীরা। ভারতীয় জওয়ানরা পাল্টা গুলি চালালে হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ সুপার অঙ্কিত গোয়াল বলেছেন, ‘আমরা বন থেকে এ পর্যন্ত ২৬ জন নকশালের মরদেহ উদ্ধার করেছি। ঘটনাস্থল এলাকায় অতিরিক্ত ফোর্স এলাকায় পাঠানো হয়েছে। জঙ্গলে তল্লাশি চালিয়ে এরইমধ্যে প্রচুর অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ