32 C
আবহাওয়া
২:৫১ অপরাহ্ণ - মে ৬, ২০২৫
Bnanews24.com
Home » আনোয়ারায় সুপারি গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

আনোয়ারায় সুপারি গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু


বিএনএ, আনোয়ারা (চট্টগ্রাম):চট্টগ্রামের আনোয়ারায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সুপারি গাছ থেকে পড়ে মোহাম্মদ সাঈদ (১৮) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) ভোর সাড়ে ৫টার সময় চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশেকুল্লাহ।

জানা যায়, নিহত মোহাম্মদ সাঈদ উপজেলার ১০নং হাইলধর ইউনিয়নের উত্তর ইছাখালী গ্রামের মোহাম্মদ জসিম উদ্দীনের পুত্র ।

নিহত মোহাম্মদ সাঈদের চাচাতো ভাই মোহাম্মদ জাকারিয়া বলেন, গত শুক্রবার বিকাল ৪টায় আমার চাচাতো ভাই তার নানার বাড়ী উপজেলার বটতলী গ্রামে যায়। সেখানে বাড়ির একটি সুপারি গাছে উঠার পর সে গাছ থেকে পড়ে জ্ঞান হারায়।

পরবর্তীতে মুমূর্ষ অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখান প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় চমেক হাসপাতালে রেফার করা হলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর সাড়ে ৫টার সময় তার মৃত্যু হয়।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল গাছ থেকে পড়ে এক কিশোরকে হাসপাতালে আনা হয়েছে। পরে তাকে চমেকে প্রেরণ করা হয়েছে। আজ সকালে তার মৃত্যু হয়েছে।

বিএনএ/ এনামুল হক নাবিদ, ওজি

Loading


শিরোনাম বিএনএ