বিএনএ, ক্রীড়া ডেস্ক : ভারতীয় বোলারদের তোপে শেষ পর্যন্ত সম্মানজনক স্কোর তোলার আগেই ৪২ ওভার ৫ বলে অলআউট হয় পাকিস্তান।১৯১ রানে গুঁটিয়ে গেল তারা। ৪১ রানে ওপেনিং জুটি ভেঙেছে। ৭৩ রানে পড়েছিল দ্বিতীয় উইকেট।যশপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব, হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজা নিয়েছেন ২ টি করে উইকেট।
বাবর আজম- মোহাম্মদ রিজওয়ান জুটিতে বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছিল পাকিস্তান। তবে বাবরের বিদায়ের পর ফের ভাঙন দেখা যায় পাকিস্তান দলে। একের পর এক উইকেট পড়তে থাকে। সবমিলিয়ে ১৬ রান তুলতে পাকিস্তানের চার উইকেট খোয়া যায়।
বাবর আজমের বিদায়ের পর সাজঘরে ফেরেন সাউদ শাকিল। একই ওভারেই ইফতিখার আহমেদকে বোল্ড করেন কুলদিপ যাদব। দ্রুত ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে পাকিস্তান।
৩৩ ওভারে পাকিস্তান ৫ উইকেটে করেছিল ১৬৬ রান। এরপর দ্বিতীয় স্পেলে এসেই মোহাম্মদ রিজওয়ানকে ফেরান জসপ্রিত বুমরাহ। রিজওয়ানের পরই শাদাব খানকে ফেরান এই পেসার। সবমিলিয়ে ১৭৩ রানে ৭ উইকেট হারায় পাকিস্তান।
বিএনএ নিউজ / ওজি