29 C
আবহাওয়া
১১:২২ পূর্বাহ্ণ - জুলাই ১, ২০২৪
Bnanews24.com
Home » ভারত-পাকিস্তান পরিসংখ্যানে কারা এগিয়ে?

ভারত-পাকিস্তান পরিসংখ্যানে কারা এগিয়ে?

ভারত

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই দর্শকদের মাঝে বাড়তি উত্তেজনা। এই ম্যাচ দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করেন ক্রীড়াপ্রেমীরা। ১২ বছর পর এবার ভারতের মাটিতে চলছে বিশ্বকাপ। এ আসরের ১২তম ম্যাচে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শনিবার দুপুর আড়াইটায় পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টিম ইন্ডিয়া।

যেকোনোভাবে এবার হারের বৃত্ত ভাঙতে মরিয়া পাকরা। অন্যদিকে বিশ্বমঞ্চে পাকিস্তানের বিপক্ষে জয়ের রেকর্ড অব্যাহত রাখতে বদ্ধপরিকর ভারত।

ওয়ানডেতে এখন পর্যন্ত ১৩৪ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। জয়ের পাল্লা ভারী পাকিস্তানের দিকে। আইসিসি ১৩তম ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণার পর থেকেই ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। আরও একটি শ্বাসরুদ্ধকর ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

ওয়ানডেতে এখন পর্যন্ত ১৩৪ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। জয়ের পাল্লায় এগিয়ে পাকিস্তান। পাকিস্তানের জয় ৭৩টিতে, বিপরীতে ভারতের জয় ৫৬। আর কোনো ফল আসেনি ৫ ম্যাচে।

ওয়ানডে বিশ্বমঞ্চের পরিসংখ্যানে ব্যাকফুটে পাকিস্তান। ওয়ানডে বিশ্বকাপে এখন পর্যন্ত ভারতের সঙ্গে সাতবারের দেখায় জয়হীন দ্য গ্রিন ম্যানরা। বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে জয়ের ধারা ধরে রেখেছে ভারতীয়রা। বৈশ্বিক এই টুর্নামেন্টে ভারতের বিপক্ষে জয়ের জন্য ১৯৯২ বিশ্বকাপ থেকে অপেক্ষা করতে হচ্ছে বাবর আজমদের। কিন্তু সাম্প্রতিক পারফরমেন্সে পাকিস্তানের চেয়ে এগিয়ে ভারত। সবশেষ ৫ দেখায় ভারতের জয় চারটি এবং পাকিস্তান জিতেছে মাত্র একটিতে।

এই ম্যাচের আগে ভারতকে রীতিমতো হুমকি দিয়ে রেখেছেন পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি। ভক্ত-সমর্থকদের তিনি জানিয়েছেন, ভারতের বিপক্ষে ৫ উইকেট নেয়ার পরই সেলফি তুলবেন। হাইভোল্টেজ এই ম্যাচের আগে পাকিস্তান দল শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নিয়েছে গতকাল। আফ্রিদিকে দেখা গেছে নিজের বোলিংও-ফিল্ডিং অনুশীলন করতে। অনুশীলন শেষে পাকিস্তানের ভক্ত-সমর্থকরা ঘিরে ধরেছিলেন আফ্রিদিকে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ