28 C
আবহাওয়া
৮:০৩ অপরাহ্ণ - আগস্ট ৩, ২০২৫
Bnanews24.com
Home » বিশ্বে করোনায় মৃত্যুতে শীর্ষে যুক্তরাষ্ট্র

বিশ্বে করোনায় মৃত্যুতে শীর্ষে যুক্তরাষ্ট্র

রোনা আপডেট: বিশ্বে ২৪ ঘন্টায় মৃত্যু প্রায় ২ হাজার

বিএনএ, বিশ্বডেস্কঃ বিশ্বজুড়ে করোনায় দৈনিক মৃত্যু ও নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ শতাধিক মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমেছে সাড়ে তিন লাখে। এদিকে গেল একদিনে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ফ্রান্সে এবং দৈনিক প্রাণহানির শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার (১৪ অক্টোবর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২৪৬ জনের এবং শনাক্ত হয়েছে ২৮ হাজার ৫৪৫ জনের। একই সময়ে ব্রাজিলে আক্রান্ত ৪ হাজার ১৮৯ জন এবং মৃত ৪৪ জন। ইতালিতে আক্রান্ত ৪৫ হাজার ৭০৫ জন এবং মৃত্যু ৬৬ জনের। গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে আক্রান্ত ৫৩ হাজার ৪২১ জন এবং মৃত্যু হয়েছে ২৯ জনের। জাপানে মৃত ৭৮ জন এবং আক্রান্ত ৪৫ হাজার ৬৯০ জন। গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে আক্রান্ত ৬৪ হাজার ২১৮ জন এবং মৃত্যু হয়েছে ৬২ জনের।

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১৫ হাজার ৪৭৭ জন এবং মৃত্যু হয়েছে ১০১ জনের। একই সময়ে ফিলিপাইনে নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৮৮৩ জন এবং ৪০ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ কোরিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৯২৮ জন এবং মৃত্যু হয়েছে ২৫ জনের।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

বিএনএ / এমএফ

Loading


শিরোনাম বিএনএ