24 C
আবহাওয়া
৮:২৪ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৪
Bnanews24.com
Home » ৩য় ধাপে ১ হাজার ৭ ইউপিতে ২৮ নভেম্বর ভোট

৩য় ধাপে ১ হাজার ৭ ইউপিতে ২৮ নভেম্বর ভোট

৩য় ধাপে ১ হাজার ৭ ইউপিতে ২৮ নভেম্বর ভোট

বিএনএ ঢাকা: দশম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশনে (ইসি)। আগামি ২৮শে নভেম্বর সারাদেশে এক হাজার সাতটি ইউনিয়ন পরিষদ (ইউপি) ও ১০টি পৌরসভায় ভোট গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) নির্বাচন ভবনের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশনের ৮৭তম বৈঠকে ভোটের তারিখ নির্ধারণ করা হয়।

কমিশন সভা শেষে তফসিল ঘোষণা করেন ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার। তিনি বলেন, এসব ইউনিয়ন ও পৌরসভায় মনোনয়ন দাখিল হবে ২ নভেম্বর। বাছাই ৪ নভেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ১১ই নভেম্বর।  ভোট হবে ২৮শে নভেম্বর। এর মধ্যে ৩১টি কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ করা হবে।

পাশাপাশি ১০টি পৌরসভায় একই দিনে ভোট হবে। সেক্ষেত্রে মনোনয়নপত্র জমা, বাছাই, প্রত্যাহারের শেষ সময় একই রকম রয়েছে।

ইসি সচিব বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি বিবেচনায় নিয়ে ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে। সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না বলে জানান তিনি।

ইতোমধ্যে প্রথম ধাপে ৩৬৯ ইউপিতে ভোটগ্রহণ করেছে ইসি। দ্বিতীয় ধাপে ৮৪৮ ইউপিতে ভোট হবে ১১ নভেম্বর।

প্রসঙ্গত, দেশে চার হাজার ৫৭১টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এর মধ্যে সাড়ে চার হাজার ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।  বাকিগুলো মামলা জটিলতার কারণে নির্বাচন আটকে রয়েছে বলে জানা গেছে।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ