21 C
আবহাওয়া
২:৩২ পূর্বাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » রাউজানে বাইসাইকেল পেলেন ১১৪ গ্রাম পুলিশ

রাউজানে বাইসাইকেল পেলেন ১১৪ গ্রাম পুলিশ

রাউজানে বাইসাইকেল পেলেন ১১৪ গ্রাম পুলিশ

বিএনএ, রাউজান (চট্টগ্রাম) রাউজান উপজেলার ১৪টি ইউনিয়নের ১শত ১৪ জন গ্রাম পুলিশ ও দফাদারকে নতুন সাইকেল দেওয়া হয় । বৃহস্পতিবার(১৪ অক্টোবর)  বিকালে রাউজান উপজেলা পরিষদ মাঠে সাইকেলগুলো বিতরণ করেন রেলপথ মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি ।

সাইকেল বিতরণ অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেল নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, উপজেলা প্রকেশৗশলী আবুল কালাম, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর জেনারেল ম্যানেজার আবুল কালাম আজাদ, রাউজান থানার ওসি আবদুল্ল্যাহ আল হারুন, উপজেলা কৃষি অফিসার ইমরান হোসাইন,রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদ, উপজেলা সমাজ সেবা অফিসার মনির হোসাইন, চেয়ারম্যান শফিকুল ইসলাম, আবদুর রহমান চৌধুরী, নুরুল আবছার বাশি, সরোয়ার্দি সিকদার, সুকুমার বড়ুয়া, বিএম জসিম উদ্দিন হিরু. আব্বাস উদ্দিন আহম্মদ, সাহাবুউদ্দি;ন আরিফ, ভুপেশ বড়ুয়া, রোকন উদ্দিন, তসলিম উদ্দিন চৌধুরী, সৈয়দ আবদুল জব্বার সোহেল, পৌর প্যনেল মেয়র বশির উদ্দিন খান, পৌর কাউন্সিলর শওকত হাসান চৌধুরী, এডভোকেট সমীর দাশ গুপ্ত, জসিম উদ্দিন চৌধুরী প্রমূখ  ।

গ্রাম পুলিশদের মধ্যে সাইকেল বিতরণ শেষে রাউজানের ১৭ জন ক্যান্সার রোগীর প্রতিজনকে ৫০ হাজার টাকা করে ৮লাখ ৫০ হাজার টাকার চেক দেয়া হয়। । এ ছাড়া বৌদ্ধ ধর্মীয় অনুসারীদের প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উপলক্ষে প্রতিটি বিহারের জন্য ৫শত কেজি করে ১শত ৩৬টি বিহারের জন্য ৬৮ মেট্রিক টন চাউল বিতরণ করা হয়।

এ দিকে উপজেলা বিভিন্ন এলাকার কৃষকের মধ্যে সার বীজ, পোকা দমনের জন্য সেক্স পোরোমেন ফাদঁ সরঞ্জাম বিতরণ করা হয় । ২৯জন প্রতিবন্দ্ধীকে  হুইল চেয়ার দেয়া হয় । উপজেলা অসচ্ছল অসহায় পরিবারের মধ্যে সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে প্রণোদনার অর্থ ও ভিজিএফের চাউল বিতরণ  করা হয় ।

বিএনএ/শফিউল আলম , ওজি

Loading


শিরোনাম বিএনএ