17 C
আবহাওয়া
১:৪৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » বিশ্ব মান দিবস পালিত

বিশ্ব মান দিবস পালিত

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন

বিএনএ, বিশ্বডেস্ক :  বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ৫২তম বিশ্ব মান দিবস পালিত হয়। পণ্য এবং সেবার মান সম্পর্কিত বিষয়ে জনসচেতনতা বাড়াতে বিশ্বব্যাপী প্রতিবছর ১৪ অক্টোবর এ দিবসটি পালন করা হয়ে থাকে।

বিশ্ব মান দিবসের এ বছরের প্রতিপাদ্য হচ্ছে,‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মানে মান’।দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী প্রদান করেন।

এছাড়াও শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা পৃথক-পৃথক বাণী দিয়েছেন।

দিবসটি উপলক্ষ্যে রাজধানীর তেজগাঁওস্থ বিএসটিআই’র প্রধান কার্যালয়ে  বৃহস্পতিবার সকাল ১১ টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন প্রধান অতিথি ছিলেন।

বিএনএনিউজ/এইচ.এম, এসজিএন।

Loading


শিরোনাম বিএনএ