22 C
আবহাওয়া
৩:৩২ পূর্বাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » পাহাড়ি ঢলে কাপ্তাই লেকের পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

পাহাড়ি ঢলে কাপ্তাই লেকের পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

অধিকারের আদিলুর-এলানের ২ বছরের কারাদণ্ড

বিএনএ, রাঙামাটি: টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে অস্বাভাবিক ভাবে বেড়ে চলছে হ্রদ পাহাড়ের জেলা রাঙামাটির কাপ্তাই লেকের পানির পরিমাণ। যার ফলে কাপ্তাই লেকের পাশ্ববর্তী বেশ কিছু নিম্মাঞ্চল পানিতে প্লাবিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে কাপ্তাই বাঁধ সংলগ্ন জেটিঘাট এলাকায় গিয়ে দেখা যায়, কাপ্তাই লেকের পানি বৃদ্ধি পাওয়ায় জেটিঘাটের নিচু এলাকায় পানি উঠে গেছে এবং জেটিঘাট পাশ্ববর্তী গ্রীণ রিভার ভিউ হোটেল সহ বেশ কিছু দোকানের অংশ পানিতে তলিয়ে গেছে। এছাড়া কাপ্তাই লেকে অস্বাভাবিক ভাবে পানি বৃদ্ধি পেলে আরো কিছু এলাকায় পানি ডুকে যাওয়ার শঙ্কা করছেন স্থানীয়রা।

কাপ্তাই জেটিঘাট এলাকার বাসিন্দা রহমান আলী জানান, কাপ্তাই লেকে গত ১ মাস আগেও পানি স্বল্পতায় নৌ-চলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়েছিলো। কিন্তু গত কিছুদিন পূর্বে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে লেকে পানির পরিমাণ বেড়ে গেছে এবং বর্তমানে দিন দিন যে হারে পানি বাড়ছে এতে কাপ্তাই বাঁধের গেইট খুলে দেওয়ার সম্ভাবনাই দেখা দিয়েছে।

একই এলাকার বাসিন্দা সাবিনা আক্তার বলেন, ইতোমধ্যে কাপ্তাই লেকের বেশ কিছু নিচু এলাকা পানিতে ডুবে গেছে এবং জেটিঘাটেও পানির পরিমাণ বাড়ছে। যে কোন সময় বসতবাড়ি প্লাবিত হবার সম্ভাবনা রয়েছে।

গ্রীণ রিভার ভিউ হোটেল এর পরিচালক মোঃ মুছা সওদাগর বলেন, লেকের পানি অস্বাভাবিক ভাবে বেড়ে যাওয়ার ফলে হোটেলের সামনের অংশ পানিতে তলিয়ে গেছে। যার ফলে হোটেল বন্ধ রাখতে বাধ্য হয়েছি। অনেক পর্যটক ফোন দিলেও তাদের বুকিং বাতিল করতে হচ্ছে। এতে আর্থিক ক্ষতির মুখোমুখি হচ্ছি।

এ বিষয়ে কাপ্তাই জেটিঘাট পল্টন এর দায়িত্বে থাকা কর্মকর্তা শীতল সরকার জানান, কাপ্তাই লেকে পানি বৃদ্ধি পাওয়ার ফলে এখন বিলাইছড়ি কিংবা রাঙামাটি সদরের সাথে নৌ-চলাচল একদম স্বাভাবিক হয়ে গেছে। এখন পুরোদমে কাপ্তাই লেকে লঞ্চ কিংবা ইঞ্জিন চালিত বোট গুলো চলছে। তবে পানি অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পাওয়াতে এটি অনেকটা চিন্তার কারণও হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে অনেক নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

এ দিকে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কাপ্তাই হ্রদে ১০৭ দশমিক ৫৫ এমএসএল (মীনসি ল্যাভেল) পানি রয়েছে। যেখানে বছরের এই সময়ে পানি থাকার প্রায় ১০২ এমএসএল। এছাড়া পানি ছাড়ার বিষয়ে জানতে চাইলে, পানির লেভেল বিপদসীমা অতিক্রম না করা পর্যন্ত পানি ছাড়ার সম্ভাবনা নেই বলে নিশ্চিত করেছে পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।

বিএনএ/কাইমুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ