বিএনএ, ঢাকা : রাজধানীর বিমানবন্দরের কাওলা এলাকায় ইমন (১২) নামে এক পথ শিশুর বিশেষ অঙ্গ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাতে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে বিমানবন্দর থানা পুলিশ।
আহত ইমন জানিয়েছে, তার বাসা টঙ্গির চেরাগআলী। সেখানে মায়ের সঙ্গে থাকে। এছাড়া সে ট্রেনের বিভিন্ন স্টেশনে ঘোরাফেরা করে। মঙ্গলবার সকাল থেকে বিমানবন্দর স্টেশনে ছিল। দুপুরের দিকে এক ডেন্ডিখোর মাদকসেবি তার গলা চেপে ধরে কাওলা রেলক্রসিংয়ের পাশে ঝোপের ভেতর নিয়ে বিশেষ অঙ্গ কেটে দেয়। তখন সে চিৎকার দিলে পালিয়ে যায় ওই ছেলে। গোলাম রাব্বীসহ দুই পথশিশু ইমনকে উদ্ধার করে প্রথমে টঙ্গি হাসপাতাল ও পরে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসে।বি
মানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) রহমতুল্লাহ জানান, রাতে খবর পেয়ে কুর্মিটোলা হাসপাতাল থেকে আহত ইমনকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। ইমনের কাছ থেকে জানা গেছে, তার থেকে বয়সে বড় এক ছেলে এ কাজ করেছে। ওই ছেলে এখন পলাতক রয়েছে।
বিএনএনিউজ/এইচ.এম।