17 C
আবহাওয়া
৭:২৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ২২, ২০২৫
Bnanews24.com
Home » চমেকের নালা থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার

চমেকের নালা থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার

চমেকের নালা থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার

বিএনএ চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক)’র প্রশাসনিক ভবনের সামনের ড্রেন থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে মেডিকেলের পরিচ্ছন্নতাকর্মীরা নিয়মিত ড্রেন পরিষ্কার করতে গেলে সেখানে পলিথিনে মোড়ানো বস্তু দেখতে পান। পরে  পলিথিন খুলে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেন তারা। খবর পেয়ে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করে হাসপাতালের পাশে একটি পাহাড়ে কবর দেন মর্গের ডোম ফারুক।

দুই নবজাতকের ক্ষতবিক্ষত শরীর ছিল বলে জানা গেছে। ধারণা প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন, হাসপাতালের ৬ষ্ঠ তলায় গাইনি ওয়ার্ড থেকে ছুঁড়ে ফেলায় এমনটা হয়েছে। আগেও এমন ঘটনা ঘটেছে বলে জানান তারা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির সংবাদ মাধ্যমকে বলেন, সকালে সংবাদটি পেয়ে পুলিশকে জানিয়েছেন তারা। কারা এমন ঘটনা ঘটিয়েছে তা উদঘাটনে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ