20 C
আবহাওয়া
৯:১৭ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » ১২+বয়সীদের করোনা টিকা এক ডোজ দেবে ব্রিটেন

১২+বয়সীদের করোনা টিকা এক ডোজ দেবে ব্রিটেন

করোনার টিকা

বিএনএ,বিশ্ব ডেস্ক : ব্রিটেনের প্রধান মেডিকেল অফিসার সুপারিশ করেছেন যে ১২ থেকে ১৫ বছর বয়সী স্কুল শিশুদেরকে  ফাইজার/বায়োটেক এর করোনা টিকার একটি মাত্র ডোজ দিতে।

যে সমস্ত শিশুরা স্কুলে যায় তাদের মাধ্যমে আগামী শীতকালে করোনার সংক্রমন যাতে ছড়াতে না পারে সে জন্য স্কুলের দুর্বল স্বাস্থ্যের অধিকারী শিক্ষার্থীদের করোনার টিকা দিতে হবে।সূত্র: : ইউরোনিউজ

স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন, সরকার সুপারিশ মেনে নিয়েছে। আগামী সপ্তাহে টিকা দেওয়া শুরু হবে।

মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স এবং ইতালিসহ অন্যান্য দেশ ইতিমধ্যে ১২ এবং তার বেশি বয়সের শিশুদের করোনার টিকা দিচ্ছে, কিন্তু ব্রিটেন বন্ধ করে দিয়েছিল।

ব্রিটেন বর্তমানে ১৬ এবং তার বেশি বয়সের মানুষকে করোনার টিকা দিচ্ছে। সে দেশে ১৬এর বেশি বয়সীদের শতকরা ৯০জন কমপক্ষে ভ্যাকসিনের একটি ডোজ পেয়েছে।

বিএনএনিউজ২৪ডটকম, জিএন

Loading


শিরোনাম বিএনএ