28 C
আবহাওয়া
৪:২২ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » বকেয়া বেতন দাবিতে ময়মনসিংহে মহাসড়ক অবরোধ

বকেয়া বেতন দাবিতে ময়মনসিংহে মহাসড়ক অবরোধ

বকেয়া বেতন দাবিতে ময়মনসিংহে মহাসড়ক অবরোধ

বিএনএ, ময়মনসিংহ: বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে ময়মনসিংহের ভালুকায় মহাসড়ক অবরোধ করে রাখেন স্থানীয় গ্লৌরী টেক্সটাইল অ্যাপারেলস নামক পোশাক কারখানার শ্রমিকরা। পরে থানা পুলিশের মধ্যস্থতায় কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে যান।

মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে থানার মোড় এলাকায় প্রায় ঘণ্টাব্যাপী এ অবরোধ কর্মসূচি পালিত হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভালুকা পৌরসভার খারুয়ালী এলাকায় অবস্থিত গ্লৌরী টেক্সটাইল অ্যাপারেলস নামক পোশাক কারখানার বিভিন্ন সেকশনে ৯ শতাধিক শ্রমিক কর্মরত। তাদের মধ্যে দেড় শতাধিক শ্রমিকের গত জুন মাসের বেতন বকেয়া রয়েছে। গত ৫ আগস্ট বেতন দেওয়ার কথা থাকলেও তা পরিশোধ করা হয়নি। ফলে বকেয়া বেতনসহ অন্যান্য দাবিতে তারা ভালুকা মডেল থানার মোড় এলাকায় এসে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। ওই সময় অবরুদ্ধ স্থানের দুই দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট লেগে যায়। পরে পুলিশের হস্তক্ষেপে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

মহাসড়কে আসা শ্রমিকদের অভিযোগ, তাদের গত জুন মাসের বেতন এখনো বকেয়া রয়েছে। দেই, দিচ্ছি করে তাদের বকেয়া বেতন দেওয়া হচ্ছে না। টাকার জন্য তাদের বাড়িভাড়াসহ দোকান বাকি পরিশোধে সমস্যা হচ্ছে।

তা ছাড়া কারখানা থেকে ছাঁটাই হওয়া অনেক শ্রমিকের পাওনা আজোও শোধ করা হয়নি। পাশাপাশি কারখানায় শ্রমিকরা কথায় কথায় কর্তৃপক্ষের মারধরের শিকার হন। কাজেই বকেয়া পরিশোধ, ছাঁটাই হওয়া শ্রমিকদের পাওনাসহ কথায় কথায় মারধর বন্ধের দাবিতে মহাসড়কে নেমেছেন তারা।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ জানান, জুন মাসের বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছিলেন গ্লৌরী টেক্সটাইল অ্যাপারেলস নামক পোশাক কারখানার কিছু শ্রমিক। শ্রমিকদের জুন মাসের বকেয়া বেতন সোমবার (১৯ আগস্ট) এবং জুলাই মাসের বেতন ২৫ আগস্ট পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে যান।

এদিকে যোগাযোগ করতে না পারায় কারখানা কর্তৃপক্ষের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ