19 C
আবহাওয়া
১:৫৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » শেখ হাসিনার বিরুদ্ধে দেশ-বিদেশে গভীর ষড়যন্ত্র চলছে- মোতাহেরুল ইসলাম চৌধুরী 

শেখ হাসিনার বিরুদ্ধে দেশ-বিদেশে গভীর ষড়যন্ত্র চলছে- মোতাহেরুল ইসলাম চৌধুরী 

শেখ হাসিনার বিরুদ্ধে দেশ-বিদেশে গভীর ষড়যন্ত্র চলছে- মোতাহেরুল ইসলাম চৌধুরী 

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেশ-বিদেশে গভীর ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রকারীরা পেছনের দরজা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় বসার স্বপ্নে বিভোর। তাই, আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে এসব ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে।

সোমবার (১৪ আগস্ট) বিকেলে গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম -৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্যে নোমান আল মাহমুদ এমপি বলেন, দেশের মানুষ আওয়ামী লীগের সাথে আছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির স্বাধীনতা এনে দিয়েছেন। তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা দেশকে উন্নতির উচ্চমাত্রায় নিতে কাজ করছেন।

প্রধান বক্তার বক্তব্যে মফিজুর রহমান বলেন, জাতির পিতার খুনীদের বিদেশ থেকে এনে অবিলম্বে রায় কার্যকর করতে হবে। জাতির জনকের শাহাদাত বার্ষিকীতে শোককে শক্তিতে পরিণত করে আগামীতে যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে এগিয়ে আসতে হবে।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এস এম আবুল কালাম, সাবেক শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন এমরান, সাবেক তথ্য গবেষণা সম্পাদক আবদুল কাদের সুজন, আওয়ামী লীগ নেতা নেতা এস এম সেলিম, রেজাউল করিম বাবুল, শামীম আরা বেগম,পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, শফিকুল আলম, শফিউল আলম, শাহাদাৎ হোসেন, আবদুর রউফ, শেখ শহিদুল আলম, চেয়ারম্যান বেলাল হোসাইন, মোহাম্মদ মোকারম, এস এম জসিম উদ্দিন, শফিউল আলম শেফু, আবদুল মান্নান রানা, কাজী শারমিন সুমী, এস এম বোরহান উদ্দিন প্রমুখ। এছাড়া বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/বাবর মুনাফ

Loading


শিরোনাম বিএনএ