19 C
আবহাওয়া
১:৪০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন ৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চট্টগ্রামে এ পর্যন্ত ৩৬ জন মারা গেছেন। চলতি বছর হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ৪ হাজার ১৪৫ জন।

সোমবার (১৪ আগস্ট) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকার ইদ্রিস মিয়া (৫৫), মোহাম্মদপুরের সানজিদা আক্তার (৩৪) এবং রাউজানের গহিরা ইউনিয়নের সিতারা জাহান (৫৩) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার মারা গেছেন। এর মধ্যে সানজিদা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং বাকিরা বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে ৬৫ এবং বেসরকারি হাসপাতালে ২৭ জন ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালগুলোতে চিকিৎসাধীন আছেন ২৭১ জন।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ