বিএনএ চট্টগ্রাম: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোভিড-১৯ রোগে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায়(বৃহস্পতিবার রাত১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত) নতুন করে ৫ জনের মৃত্যু হয়েছে। ফলে জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ১১৬ জন। এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৯৪ হাজার ৩৫০ জন।
শনিবার (১৪ আগস্ট) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত কোভিড-১৯ রোগ সংক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৬৬ জনের দেহে। তাদের মধ্যে ২৯৭ জন শহরের এবং ১৬৯ জন জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।এ পর্যন্ত জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৯৪ হাজার ৩৫০ জন। শুক্রবার চট্টগ্রামে ২ হাজার ৩৩৩ জনের নমুনা পরীক্ষা করা হয়।
বিএনএনিউজ/জিএন