ঢাকা: বাংলাদেশ ভিত্তিক বেসরকারি সংগঠন ইলেকশান মনিটরিং ফোরাম (ইএমএফ) মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর সন্ত্রাসী হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
রবিবার(১৪ জুলাই) এক বিবৃতিতে ইএমএফ চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী বলেন, উন্নয়ন সহযোগী দেশ হিসেবে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল বাংলাদেশের সাধারণ জনগণ সাবেক মার্কিন প্রেসিডেন্টের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণা সভায় হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে বলা হয়,
অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা হোক। সমগ্র বিশ্বের মানুষের জন্য যুক্তরাষ্ট্রের নির্বাচন ও নির্বাচনী পরিবেশ অনুকরণীয়। বাংলাদেশের মানুষ যুক্তরাষ্ট্রে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন প্রত্যাশা করে।
উল্লেখ, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প গত ১৩ জুলাই যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার বাটলারে সন্ত্রাসী হামলার শিকার হন। ভাগ্যক্রমে বড় দুর্ঘটনা হতে প্রাণে রক্ষা পান। নির্বাচনি সমাবেশে ভাষণ চলাকালে গুলি চালানো হয় ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে। ডান কান ছিদ্র করে বেরিয়ে যায় একটি বুলেট। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ট্রাম্প।
বিএনএ,এসজিএন/এইচমুন্নী