15 C
আবহাওয়া
৭:২৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » আফগানদের ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ

আফগানদের ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ


বিএনএ, ক্রীড়াডেস্ক :  ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ রয়েছে বাংলাদেশের।

শুক্রবার (১৪ জুলাই) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে আফগানদের ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ।

অধিনায়ক সাকিব আল হাসান বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ আফগানিস্তান প্রথমে ব্যাট করবে।

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি রেকর্ড তেমন ভালো নয় বাংলাদেশের। দুই দলের মুখোমুখি ৯ লড়াইয়ে ৬টিই জিতেছে আফগানিস্তান, বাংলাদেশের জয় ৩টি।

বাংলাদেশের একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), হযরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, করিম জানাত, রশিদ খান (অধিনায়ক), মুজিব উর রহমান, ফরিদ আহমেদ মালিক, আজমতউল্লাহ ওমরজাই, ফজল হক ফারুকী।

বিএনএ/ ওজি/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ