18 C
আবহাওয়া
৫:২২ অপরাহ্ণ - জানুয়ারি ১, ২০২৫
Bnanews24.com
Home » টেকনাফে এক লাখ পিস  ইয়াবা জব্দ

টেকনাফে এক লাখ পিস  ইয়াবা জব্দ


বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফের নাইক্ষ্যংপাড়া এলাকা থেকে এক লাখ পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (১৪ জুলাই) ভোরে নাইক্ষ্যংপাড়া নাফ নদী সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয় বলে জানিয়েছেন কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান।

কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ইয়াবার বস্তা ফেলে দৌড়ে লোকালয়ে প্রবেশ করায় পাচারকারীদের আটক করা যায়নি বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, একটি ইয়াবার চালান বাংলাদেশে ঢুকবে এমন গোপন সংবাদ পেয়ে শুক্রবার ভোর রাত সাড়ে ৩টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের অধীনস্থ বিসিজি স্টেশন টেকনাফের সদস্যরা টেকনাফের নাইক্ষ্যংপাড়া নাফ নদী সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় নাইক্ষ্যংপাড়া বরফ কল সংলগ্ন প্যারাবন থেকে দুই ব্যক্তিকে দুটি বস্তা হাতে লোকালয়ের দিকে যেতে দেখা যায়। উক্ত ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা তাদের থামার সংকেত দেন।

এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে তারা বস্তা দুটি বনের মাঝে ফেলে দ্রুত লোকালয়ে পালিয়ে যান। পরবর্তীতে কোস্ট গার্ড সদস্যরা প্যারাবনে তল্লাশি চালিয়ে দুইটি প্যাকেট উদ্ধার করে। তা খুলে সেখান থেকে মোট এক লাখ পিস ইয়াবা জব্দ করতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা৷

বিএনএ/ শাহীন , ওজি/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ