19 C
আবহাওয়া
৮:৫২ অপরাহ্ণ - জানুয়ারি ৯, ২০২৫
Bnanews24.com
Home » কক্সবাজারে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর

কক্সবাজারে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর

কক্সবাজারে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর

বিএনএ, কক্সবাজার: কক্সবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাজ্জাদ হোসেন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রাস্তারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু সাজ্জাদ হোসেন ওই এলাকার সাদ্দাম হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেলে পাশের বাড়িতে মায়ের পাশে খেলছিল শিশু সাজ্জাদ। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। পাশে একটি আর্থিংয়ের ক্যাবলের সাথে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয় সাজ্জাদ। কিছুক্ষণ পর বিষয়টি বুঝতে পেরে মা ছেলেকে ছাড়িয়ে নেয়ার প্রাণপণ চেষ্টা চালায়। এতে মা ও ছেলে দু’জনই বিদ্যুৎস্পৃষ্ট গুরুতর আহত হয়। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাকে বাঁচাতে পারলেও শিশু সাজ্জাদ মৃত্যুর কোলে ঢলে পড়ে।

নিহত সাজ্জাদের পিতা সাদ্দাম হোসেন বলেন, অল্প বয়সে তার ছেলের মৃত্যু মেনে নিতে কষ্ট হচ্ছে। আমি সবার কাছে দোয়া চাই।

বিএনএনিউজ/বিএম/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ