বিএনএ, ঢাকা : দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) পরবর্তী মহাসচিব পদে রাষ্ট্রদূত গোলাম সারওয়ারকে নিযুক্ত করা হয়েছে। সার্কের মহাসচিব শ্রীলঙ্কার ইসালা রুয়ান ভিরাকনের স্থলাভিষিক্ত হবেন।
বৃহস্পতিবার (১৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় এই তথ্য জানিয়েছে। তিনি সার্কের ১৫তম মহাসচিব।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, সার্কের নিয়ম অনুযায়ী ৩ বছর মেয়াদে পর্যায়ক্রমে সদস্য দেশগুলোর নামের আদ্যক্ষর অনুযায়ী মহাসচিব নিয়োগ করা হয়। এবার শ্রীলঙ্কার পর আফগানিস্তানের পক্ষ থেকে মহাসচিব হওয়ার কথা ছিল। কিন্তু চলমান পরিস্থিতিতে আফগানিস্তানে অস্থিরতা চলায় সার্ক এখনও দেশটির বর্তমান সরকারকে স্বীকৃতি দেয়নি। যার প্রেক্ষিতে আফগানিস্তানের পর পরবর্তী দেশ হিসেবে বাংলাদেশ থেকে মহাসচিব নিয়োগ দেওয়ার জন্য সার্কের পক্ষ থেকে সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়। সেই হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয় এই পদে রাষ্ট্রদূত গোলাম সারওয়ারের নাম মনোনীত করেছে।
নোয়াখালীর সন্তান গোলাম সারওয়ার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বিসিএস ১০ম ব্যাচের এই কর্মকর্তা ১৯৯১ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন।
বর্তমানে তিনি মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে, ওমান ও সুইডেনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিএনএনিউজ/এইচ.এম।