বিএনএ, স্পোর্টস ডেস্ক: ২০২৩ বিশ্বকাপের পর ‘পান্ডব’ শূন্য হতে পারে বাংলাদেশ। দীর্ঘদিন ধরে ‘বাংলাদেশ’ ক্রিকেট কে অনেক স্বপ্নের জয় এনে দিয়েছে এই পঞ্চপাণ্ডব। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল জানালেন, তিনি নিজেসহ সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর পথচলা থামতে পারে ভারতে অনুষ্ঠেয় এই বিশ্ব আসর দিয়ে।
বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল জানালেন, তিনি নিজেসহ অলরাউন্ডার সাকিব আল হাসান, উইকেট কিপার মুশফিকুর রহিম ও ব্যাটার মাহমুদউল্লাহর পথচলা থামতে পারে ভারতে অনুষ্ঠেয় এই বিশ্বকাপ আসর দিয়ে। তাই আমরা সম্ভাব্য সেরা দল ও কম্বিনেশন নিয়ে এগোনোর পরিকল্পনাই করেছি।
সাকিব, তামিম, মুশফিকসহ সিনিয়র ক্রিকেটাররা বিসিবিকে বারবারই তাগিদ দিয়েছেন বিকল্প প্রতিভা খুঁজে বের করার। বিশেষ করে প্রতি ফরম্যাটে নতুন অধিনায়ক তৈরিতে জোর দিয়েছেন তামিম।
তবে আপাতত সিরিজের শেষ ওয়ানডেতে মনোযোগ এ ওপেনারের। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।
বিএনএ/এমএফ