17 C
আবহাওয়া
৮:১০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » আনোয়ারায় ট্রাক চাপায় পথচারীর মৃত্যু

আনোয়ারায় ট্রাক চাপায় পথচারীর মৃত্যু

মাইক্রোবাসের ধাক্কায় হতাহত ৪

বিএনএ, আনোয়ারা (চট্টগ্রাম), এনামুল হক নাবিদ : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ট্রাকের চাপায় মোঃ আবু সৈয়দ নুর (৫৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৪ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার ১নং বৈরাগ ইউনিয়নের ৬নং দক্ষিণ গুয়াপঞ্চক গ্রামের দেয়াং বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত আবু সৈয়দ নুর দক্ষিণ গুয়াপঞ্চক গ্রামের নছু মাতবরের বাড়ির মৃত আবুল কাসেমের ছেলে।

প্রত্যেক্ষদর্শী মোঃ হেলাল জানান, সৈয়দ তার পালিত ছাগল নিয়ে পাহাড় থেকে নেমে বাড়ি ফিরছিল। পথিমধ্যে কেইপিজেডের মাটি কাটার কাজে ব্যবহৃত দশ চাকার ডাম্প ট্রাক গাড়ি তার উপর দিয়ে চলে যায়। এসময় মগজ আর রক্ত বের হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা থানার ডিউটি অফিসার এএসআই কমল মার্মা জানান, বৈরাগ ইউনিয়নে একটি দুর্ঘটনার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশের ফোর্স পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ