বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় ৭ জন ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১২ জনের। এছাড়াও জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ২৮৩ জনের।
বুধবার (১৪ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন। ডা. মহিউদ্দিন খান মুন জানান, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১৯ জনের মৃত্যু হয়েছে।
করোনায় মৃতরা হলেন—ময়মনসিংহের ভালুকা উপজেলার নুরুল হক (৮৫), ফুলবাড়িয়ার রাজ মাহমুদ (৭০), গফরগাওয়ের আয়েশা খাতুন (৭০), সদর উপজেলার আব্দুস সালাম (৮০), টাঙ্গাইল কালিহাতির সুলতান মোহাম্মদ (৫৬), ধনবাড়ির আব্দুর সোবহান (৭০) ও নেত্রকোনা সদর উপজেলার মরিয়ম নেসা (৭০)।
উপসর্গ নিয়ে মৃতরা হলেন— ময়মনসিংহ সদর উপজেলার মিজানুর রহমান (৪৮), রঈসউদ্দীন (৭৫), ফুলপুরের শাহ আরিফ রব্বানী (৬০), সেলিনা বেগম (৩০), ত্রিশালের বাদশা মিয়া (৪৫), তারাকান্দার আব্দুল মান্নান (৬০), সালমা আক্তার (২৪), ফুলবাড়িয়ার শফিকুল ইসলাম (৫৫), জামালপুর সদর উপজেলার হামিদা বেগম (৫০), আব্দুল হোসাইন (৬৫), শেরপুর নালিতাবাড়ির শেফালী বেগম (৫৫) ও নেত্রকোনা সদর উপজেলার রোকেয়া আক্তার (৬২)।
ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, বর্তমানে হাসপাতালের আইসিইউতে ২২ জনসহ মোট ৪৩০ জন চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ৪৮ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৩জন। নতুন করে ভর্তি রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দেখা দিয়েছে শয্যা সংকট। এছাড়াও ফাঁকা নেই আইসিইউ বেড।
ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম জানান, মঙ্গলবার ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাব ও হাসপাতালে অ্যান্টিজেন টেস্টে মোট ১০৫৮ টি নমুনা পরীক্ষা করে নতুন ২৮৪ জনের করোনা শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৯ শতাংশ। গতকালের তুলনায় ১ শতাংশ বেড়েছে।
বিএনএনিউজ২৪/এমএইচ