27 C
আবহাওয়া
১:৪৩ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » করোনাকালিন সীমান্ত বন্ধের মেয়াদ আরো বাড়ল

করোনাকালিন সীমান্ত বন্ধের মেয়াদ আরো বাড়ল

সীমান্ত বন্ধের মেয়াদ আরো বাড়ল

বিএনএ, ঢাকা : করোনার সংক্রমণের ভয়াবহ পরিস্থিতি বিবেচনায় ভারতের সঙ্গে স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরো ১৭দিন বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩১ জুলাই পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে।

মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্থলসীমান্ত বন্ধের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো সুপারিশ অনুযায়ী আগামী ৩১ জুলাই পর্যন্ত সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ানো হলেও আগের মতোই ভারতে চিকিৎসার জন্য অবস্থান করা বাংলাদেশি নাগরিক, যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে আসছে, তারা বিশেষ অনুমতি নিয়ে দেশে ফিরতে পারবেন। অনুমতির জন্য সেখানের বাংলাদেশ মিশনে আবেদন করতে হবে।

চাপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর ছাড়া যশোরের বেনাপোল, লালমনিরহাটের বুড়িমারী, দিনাজপুরের হিলি ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে তারা দেশে ফিরতে পারবেন বলে জানান কর্মকর্তাটি।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ