28 C
আবহাওয়া
১০:২৯ অপরাহ্ণ - জুলাই ১৩, ২০২৫
Bnanews24.com
Home » ইসরায়েলে হামলা অব্যাহত থাকবে: ইরান

ইসরায়েলে হামলা অব্যাহত থাকবে: ইরান


বিএনএ, বিশ্বডেস্ক : ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলে প্রতিশোধমূলক হামলা অব্যাহত থাকবে। এই সংঘাত গত রাতের সীমিত পদক্ষেপের মাধ্যমে শেষ হবে না ।   শনিবার (১৪ জুন) ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে ফার্স সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, এই পদক্ষেপ আগ্রাসনকারীদের জন্য অত্যন্ত বেদনাদায়ক হবে। ইসরায়েল এর জন্য অনুতাপ করবে।

ইসরায়েল শুক্রবার ভোরের দিকে ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে বাপক হামলা চালায়। জবাবে ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে ইসরায়েলে অন্তত তিনজন এবং কয়েক ডজন লোক আহত হয়েছে।

এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ইরানে তাদের লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রাখবে। টেলিগ্রামে দেয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, ইরানে ইসরায়েলের জন্য হুমকিস্বরূপ লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে দেশটির বিমান বাহিনী।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ