16 C
আবহাওয়া
৭:৫৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » লাকড়ির স্তুপে মিলল ৬৩ হাজার ইয়াবা

লাকড়ির স্তুপে মিলল ৬৩ হাজার ইয়াবা


বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফ কায়ুকখালী পাড়া থেকে ৬৩ হাজার ইয়াবাসহ মো. আবুল বাশার (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। বুধবার (১৪ জুন) সকাল সোয়া ৯টার দিকে তার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন আবদুর রহমান জানান, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় কায়ুকখালী পাড়ার মো. আবুল বাশারের বাড়ির আঙ্গিনায় বিক্রির জন্য মাদকদ্রব্য লুকিয়ে রাখা হয়েছে। ওই তথ্যের ভিত্তিতে সেখানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাড়ির আঙ্গিনায় তল্লাশি করে লাকড়ির স্তুপের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা প্লাস্টিকের বস্তা থেকে ৬৩ হাজার ইয়াবা জব্দ করা হয়।

তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

বিএনএনিউজ/শাহিন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ