বিএনএ, ঢাকা: রাজধানীর দারুস সালাম থানার গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে অজ্ঞানপার্টির তিন সদস্যকে গ্রেপ্তার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তাররা হলেন- মো. আবদুল মান্নান (২২), মো.হাবিবুল্লাহ (৫৫) ও মো. রেজাউল করিম (৩০)।
মঙ্গলবার (১৩ জুন) র্যাব-৪’র একটি দল দারুস সালাম থানার গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ১০০টি চেতনানাশক ট্যাবলেট ও ৩ প্যাকেট ওরে ক্রিম বিস্কুট জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৪ এর সহকারী পরিচালক এএসপি মাজহারুল ইসলাম জানান, চক্রটি দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে যাত্রীর ছদ্মবেশে দূরপাল্লার পরিবহন বাসে উঠে সাধারণ যাত্রীদের সঙ্গে সখ্য গড়ে তোলে। এরপর কৌশলে চেতনানাশক ওষুধ মিশ্রিত বিস্কুট বা পানি পান করিয়ে যাত্রীদের সর্বস্ব লুট করে নেয়।
জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, ঈদুল আজহা উপলক্ষ্যে বিপুল সংখ্যক যাত্রী গাবতলী বাসস্ট্যান্ড থেকে যাতায়াত করে। তাদের টার্গেট করে চেতনানাশক প্রয়োগ করে সর্বস্ব লুট করার পরিকল্পনা করে আসছিল। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
বিএনএনিউজ/বিএম