21 C
আবহাওয়া
৮:১৩ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রিকেট

স্পোর্টস ডেস্ক: আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টটা খেলা হচ্ছে।মিরপুরে। শেরে বাংলা স্টেডিয়ামের ওই টেস্টে টস হেরে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ। মিরপুরের উইকেট স্পিন সহায়ক বলেই পরিচিত। চিন্তা করেই তামিম ইকবাল ও সাকিব আল হাসানহীন দলকে ব্যাটিংয়ে পাঠিয়েছে আফগানরা।

দলে থাকলেও কোমরের নিচের অংশের ইনজুরির কারণে খেলা হচ্ছে না ওপেনার তামিমের। শেষ সময়ে ছিটকে গেছেন তিনি। তার জায়গায় খেলছেন তরুণ ব্যাটার মাহমুদুল হাসান জয়। তবে ইনজুরি কাটিয়ে একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ। তার সঙ্গে আছেন আরও দুই পেসার। তারা হলেন-শরিফুল ইসলাম ও এবাদত হোসেন।

বাংলাদেশ একাদশ: জাকির হাসান, মাহমুদুল জয়, নাজমুল শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদি মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও এবাদত হোসেন।

আফগানিস্তানের একাদশ: ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, রহমত শাহ, হাসমতুল্লাহ শাহেদি, নাসির জামাল, আফসার জাজাই (উইকেটরক্ষক), করিম জানাত, আমির হামজা, নিজাত মাসুদ, জাহির খান, ইয়ামিন আহমেদজাই।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ