21 C
আবহাওয়া
১০:২০ অপরাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » কমলাপুর রেলস্টেশন থেকে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

কমলাপুর রেলস্টেশন থেকে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

ঈদগাঁওয়ে পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার

বিএনএ, ঢাকা : রাজধানীর কমলাপুর রেলস্টেশনে প্ল্যাটফর্ম থেকে  তাহসিন মুফাসের ফুয়াদ (১৭) নামের এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাতে তাকে মৃত ঘোষণা করেন।

উদ্ধারকারী পথচারী রাসেল  জানান, বিকেল সাড়ে ৫টার দিকে কমলাপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের ফ্লোরে অচেতন অবস্থায় তাকে পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃতের বড় ভাই মো. তিয়াস জানান, আমার ভাই বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল। ফুয়াদ আজ বিকেলে ঈদ উপলক্ষে গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর পুনিয়াউরে যাওয়ার উদ্দেশ্যে কমলাপুর স্টেশনে যায়। পরে আমরা জানতে পারি কমলাপুর রেলস্টেশনে অসুস্থ হয়ে পড়ে আছে। আমরা কমলাপুরে খবর নিয়ে জানতে পারি তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালে এসে আমার ভাইয়ের মরদেহ দেখতে পাই।

তিনি আরও বলেন, ফুয়াদ আগে থেকেই হার্টের রোগী ছিল।

চিকিৎসক জানিয়েছে, স্ট্রোকজনিত কারণেই ফুয়াদের মৃত্যু হয়েছে। বর্তমানে ধানমন্ডির জিগাতলার একটি মেসে থাকতো ফুয়াদ।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মৃত্যুর বিষয়টি রেলওয়ে থানাকে জানানো হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় রেলওয়ে থানা পুলিশ পরিবারের কাছে ময়না তদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করেন।

বিএননিউজ/আজিজুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ