বিএনএ, স্পোর্টস ডেস্ক : ২০২০ বিশ্বকাপ হতে যাচ্ছে তার শেষ বিশ্বকাপ এমনটা আগেই জানিয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির কথায় ইঙ্গিত ছিল ভিন্ন- মেসি খেলতে পারেন ২০২৬ সালের বিশ্বকাপ। তবে আর্জেন্টাইন তারকা নিজেই আরেকবার জানালেন, উত্তর আমেরিকায় হতে যাওয়া বিশ্বকাপে খেলবেন না তিনি।
বিশ্বকাপের দলের সঙ্গে আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলোতে নিয়মিত অংশ নেন মেসি। বর্তমানে এশিয়া সফরের অংশ হিসেবে আর্জেন্টিনা দল চীনের রাজধানী বেইজিংয়ে আছে। যেখানে ১৫ জুন বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেই ম্যাচের আগে চীনা সংবাদমাধ্যম টাইটনের সঙ্গে আগামী বিশ্বকাপ খেলা নিয়ে কথা বলেছেন মেসি। তিনি বলেছেন, ২০২৬ সালের বিশ্বকাপে তিনি খেলবেন না।
২০২৬ বিশ্বকাপে খেলার সম্ভাবনা আছে কি না, জানতে চাইলে মেসি বলেছেন, ‘আমার মনে হয় না। এটা (কাতার বিশ্বকাপ) ছিল আমার শেষ বিশ্বকাপ। আমি দেখব, বিষয়গুলো কীভাবে এগোচ্ছে। তবে নীতিগত সিদ্ধান্ত হচ্ছে, আমি পরের বিশ্বকাপে খেলতে যাচ্ছি না।’
বিএনএনিউজ/এইচ.এম।