জাতিসংঘের সাবেক অধিকারবিষয়ক প্রধান নাভি পিল্লাই বলেছেন,গত ১৫ বছর ধরে গাজার মানুষদের অবরুদ্ধ করে রেখেছে ইসরাইল। দেশটি পূর্ব জেরুজালেম ও পশ্চিমতীরে ফিলিস্তিনিদের বাড়িঘর থেকে উচ্ছেদ করে তাদের ভূখণ্ডও দখল করে নিচ্ছে।
অধিকৃত ফিলিস্তিনের মানবাধিকার পরিস্থিতি নিয়ে গঠিত জাতিসংঘের একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেয়ার সময় সোমবার তিনি এ কথা বলেন। খবর তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলুর।
আন্তর্জাতিক সম্প্রদায় ইসরাইলের দখলদারিত্ব ও ফিলিস্তিনিদের ওপর চালানো দমনপীড়ন এবং নির্যাতন বন্ধ করতে পারেনি উল্লেখ করে নাভি পিল্লাই বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় ইসরাইলের দখলদারিত্ব ও ফিলিস্তিনিদের ওপর চালানো দমনপীড়ন এবং নির্যাতন বন্ধ করতে পারেনি।
আন্তর্জাতিক সব আইনকানুনকে বৃদ্ধাঙুলি দেখিয়ে মানবাধিকার পরিপন্থী কর্মকাণ্ড করে যাচ্ছে ইসরাইল।ফিলিস্তিনের অস্তিত্ব রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এখনই দখলদার ইসরাইলকে থামানো।
বিএনেএনিউজ,জিএন