18 C
আবহাওয়া
৬:৫৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ফেনীতে একসঙ্গে চার সন্তান জন্ম

ফেনীতে একসঙ্গে চার সন্তান জন্ম

ফেনীতে একসঙ্গে চার সন্তান জন্ম

বিএনএ, ফেনী : ফেনীতে একসঙ্গে চার কন্যা সন্তান জন্ম দিয়েছেন সালমা আক্তার (২৫) নামের এক গৃহবধূ।
সোমবার (১৪ জুন) বিকালে শহরের একটি ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি ৪টি কন্যাসন্তানের জন্ম দেন।

ওই গৃহবধূ ফেনীর ফুলগাজী উপজেলার জিএম হাট ইউনিয়নের শরিফপুর গ্রামের প্রবাসী মো. আলম পাটোয়ারীর স্ত্রী।
গৃহবধূর দেবর মো. আনোয়ার হোসেন পাটোয়ারী বলেন, এর আগে দুটি সন্তানের কথা ডাক্তার ও আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে নিশ্চিত হই। সোমবার দুপুরে প্রসব ব্যথা শুরু হলে তাকে শহরের হায়দার ক্লিনিকে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তার অবস্থা দেখে সিজারের জন্য পরামর্শ দেন। বিকাল ৪টার দিকে চিকিৎসক তাহমিনা সুলতানা নিলু সিজার অপারেশেন করে একে একে চারটি কন্যা সন্তান বের করেন। এর আগে ওই গৃহবধূর চার বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
তিনি আরও বলেন, একসঙ্গে চারটি মেয়ে পেয়ে আমরা খুশি। খবরটি শোনার পর বিভিন্ন শ্রেণির মানুষ হাসপাতালে ভিড় জমাচ্ছে।

গৃহবধূ ও চার নবজাতক সুস্থ আছেন বলে জানিয়েছেন ডা. তাহমিনা সুলতানা।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ