30 C
আবহাওয়া
৫:৫৪ অপরাহ্ণ - আগস্ট ৪, ২০২৫
Bnanews24.com
Home » সাভারে জোড়া খুনের প্রধান আসামি গ্রেফতার

সাভারে জোড়া খুনের প্রধান আসামি গ্রেফতার

সাভারে জোড়া খুনের প্রধান আসামি গ্রেফতার

বিএনএ, সাভার : সাভারে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় প্রধান আসামি শাহাজালালকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত রবি নামে আরেক আসামি পলাতক রয়েছেন।

সোমবার (১৪ জুন) ভোরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার (ঢাকা উত্তর) আব্দুল্লাহীল কাফি।

গ্রেফতার শাহাজালাল (২৩) শাহ আলমের ছেলে এবং নিহত রায়হান ও নাজমুলের ফুফাতো ভাই। তিনি রায়হানদের বাসায় থেকে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। রবিও একই প্রতিষ্ঠানে কাজ করতেন। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। নিহতরা বরিশালের গৌরনদী থানার পশ্চিম শেওড়া উত্তরপাড়া এলাকার রতনের ছেলে রায়হান (১৭) এবং একই এলাকার নেছারমোল্লার ছেলে নাজমুল (১৮)। তারা একে অপরের খালাতো ভাই। এদের মধ্যে রায়হান হেমায়েতপুরের আল-নাছির ল্যাবরেটরি স্কুলের এসএসসি পরিক্ষার্থী। সে উত্তর যাদুরচর এলাকায় বাবা-মায়ের সঙ্গে ভাড়া থেকে লেখাপড়া করছিল। নাজমুল বরিশাল থেকে তার খালার বাসায় বেড়াতে এসেছিল।

পুলিশ জানায়, গত ১১ জুন সাভারের ভাকুর্তা ইউনিয়নের হারুলিয়া গ্রামের পাট ও ধইঞ্চা খেতে নিয়ে নিজের মামাতো দুই ভাইকে ছুরি দিয়ে হত্যা করে শাহজালাল। এর আগে রায়হানদের বাসায় থেকে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন শাহজালাল। সেখানে পারিবারিকভাবে কোন্দলে ক্ষোভের সৃষ্টি হয়। এই ক্ষোভের বশবর্তী হয়ে সহকর্মী রবিকে নিয়ে হত্যাকাণ্ড চালায়। পুলিশ সুপার (ঢাকা উত্তর) আব্দুল্লাহীল কাফি বলেন, ঘটনার দিন ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও হত্যাকারীর প্যান্ট উদ্ধার করে পুলিশ। পরে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানো হয়। এ ঘটনায় মূল আসামিকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।

প্রসঙ্গত, শুক্রবার (১১ জুন) সাভারের হেমায়েতপুরের যাদুরচর এলাকার পাট ও ধইঞ্চা খেতে পড়ে থাকা দুই খালাতো ভাইয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ দিনই নিহতের বাবা রতন বাদী হয়ে অজ্ঞাত আসামি করে থানায় মামলা দায়ের করেন। বিএনএনিউজ/ ইমরান খান,জেবি

Loading


শিরোনাম বিএনএ