21 C
আবহাওয়া
১০:০৫ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » উঠতি বয়সী তরুণীদের নিয়ে চলতো ডিজে পার্টি

উঠতি বয়সী তরুণীদের নিয়ে চলতো ডিজে পার্টি


বিএনএ, ঢাকা : রাজধানীর উত্তরা এলাকার বাসাটিতে প্রতিদিন ডিজে পার্টির আয়োজন করে উঠতি বয়সী তরুণীদের দিয়ে অনৈতিক কার্যকলাপ করতেন নাসির উদ্দিন মাহমুদ। বাড়িটিতে যাতায়াত ছিল অনেকের। পরীমনি’র করা ধর্ষণ মামলায় এসব অপকর্মের ঘটনা বেরিয়ে আসে পুলিশের সামনে।

গোয়েন্দা বিভাগ (উত্তর-তেজগাঁও, গুলশান, মিরপুর ও উত্তরা) এবং সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের যুগ্ম-পুলিশ কমিশনার হারুন-অর-রশীদ বলেন, জনপ্রিয় নায়িকা পরীমনির মামলার পরিপ্রেক্ষিতে নাসির উদ্দিন মাহমুদসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৪ জুন) দুপুরে রাজধানীর উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

অভিযানকালে নাসির উদ্দিন মাহমুদের বাসা থেকে বিদেশি মদসহ অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়। তার বাসায় উঠতি বয়সী নারীরা এসে মদপান করতেন বলে আমরা তথ্য পেয়েছি। তার বাসায় ডিজে পার্টির আয়োজন ছিল বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

বিএনএনিউজ/জেবি,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ