31 C
আবহাওয়া
১২:৫১ অপরাহ্ণ - মে ২৫, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনায় আরও ৩ মৃত্যু, আক্রান্ত ২২৫

চট্টগ্রামে করোনায় আরও ৩ মৃত্যু, আক্রান্ত ২২৫

২৪ ঘন্টায় চট্টগ্রামে সংক্রমণ ও মৃত্যু বেড়েছে

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আর ৩ জন মারা গেছে। শনাক্ত হয়েছে ২২৫ জনের। এ নিয়ে মোট আক্রান্ত ৫৫ হাজার ৩২ জন।সোমবার (১৪ জুন) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

এর মধ্যে  চবি ল্যাবে ১১৪ জন, বিআইটিআইডি ল্যাবে ১২ জন, চমেক ল্যাবে ১৭ জন এবং সিভাসু ল্যাবে ১১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এছাড়া ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে  ২৫ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে  ১১ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল  ৩ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল)  ৮ জন, এপিক হেলথ কেয়ার ল্যাবে  ৯ জন এবং মেডিক্যাল সেন্টার হাসপাতালে  ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ২২৫ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছে ৯১৫টি। আক্রান্তদের মধ্যে নগরীতে  ১৩১ জন এবং উপজেলায় ৯৪ জন।

বিএনএ/ ওজি 

 

Loading


শিরোনাম বিএনএ